নওগাঁ মডেল টাউন সড়কের ডিভাইডারে বৃক্ষরোপন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১১ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার | আপডেট: ১১:১৩ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার
নওগাঁ মডেল টাউন এলাকাকে শোভাবর্ধনের লক্ষে প্রধান সড়কের রোড ডিভাইডারে বৃক্ষরোপন শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের বালুডাংগা বাসস্টান্ড সঙলগ্ন মডেল টউনের উদ্যোক্তা মো. আবু হাসনাত গুলু ও আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে এই বৃক্ষরোপন করা হয়।
এসময় অর্ধ-শতাধিক নানা জাতের শোভাবর্ধন ও ফলজ গাছের চারা রোপন করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়,পুরো এলাকাকে সবুজের আচ্ছাদিত করে গড়ে তুলতে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
নওগাঁ পৌরসভার পর এই প্রথম ব্যক্তি উদ্যোগে সড়ক ডিভাইডারে বৃক্ষরোপন করা হচ্ছে। এতে বিভিন্ন মহল থেকে আয়োজকদের অভিনন্দন জানানো হয়েছে। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কেআই//