ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

`বাংলাদেশের দুর্গাপূর্জা অসাম্প্রদায়িকতার আদর্শ উদাহরণ`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের দুর্গাপূজা অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার বড় উদাহরণ। শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এখন শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পুরো পৃথিবীর কাছেই এই সম্পর্ক গুরুত্বপূর্ণ। 

মিডিয়া পাড়ার পূজার আয়োজন দেখতে সন্ধ্যায় সস্ত্রীক কারওয়ান বাজারে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশে প্রথমবারের মতো দুর্গোৎসব দেখে অভিভূত হন বিক্রম দোরাইস্বামী।

এ সময় তাকে স্বাগত জানান, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, বার্তা প্রধান প্রভাষ আমিন, আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান, ডিকাবের সাবেক সভাপতি মাইনুল আলমসহ জ্যেষ্ঠ সংবাদকর্মীরা।

উল্লেখ্য, বৈবাহিক সূত্রে বিক্রম দোরাইস্বামী চট্টগ্রামের জামাই হলেও বাংলাদেশে প্রথমবার দুর্গোৎসব দেখছেন। সাধারণ মানুষ, সব ধর্মের মানুষের এরকম এক হয়ে দূর্গাপূজা আয়োজন দেখে তিনি অভিভূত। মণ্ডপ পরিদর্শনের সময় এটিএন নিউজের কর্মীদের অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন দোরাইস্বামী দম্পতি। 
কেআই//