ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ অক্টোবর, ২০২০ উদযাপন করা হয়েছে। সবার জন্যে সব সময় পাশে থাকার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।
বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৮৪টি শাখা, ২২টি উপশাখা, ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৬০টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও ব্যাংক অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী।
সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি ব্যাংকের সম্মানিত গ্রাহক, বাংলাদেশ ব্যাংক, শেয়ার হোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি: সহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আব্দুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহসহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
আরকে//