ভারতের করোনা নিরাময়ের হার ৯০ শতাংশ: স্বাস্থ্য মন্ত্রণালয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ‘রোববার সেখানে কোভিড-১৯ রোগ নিরাময়ের হার শতকরা ৯০ শতাংশে উন্নীত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ‘এ পর্যন্ত ৭,০৭৮,১২৩ জন রোগী সুস্থ হয়েছেন এবং ৬৬৮,১৫৪ জন সক্রিয় চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছে। মন্ত্রণালয় আরো জানায়, ‘নিরাময়ের হার এখন শতকরা ৮৯.৯৯ শতাংশ।’
গত ২৪ ঘন্টায় দেশটিতে ৫০,১২৯ জন নতুন আক্রান্ত এবং ৫,৫৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশে কোভিড-১৯-এ মোট ১১৮,৫৩৪ জনের মৃত্যু নিয়ে আক্রান্তের সংখ্যা ৭,৮৬৪,৮১১ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে নিরাময়ের হার ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রকৃত সংক্রমণের হার হ্রাস নিশ্চিত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে ‘জাতীয় নিরাময়ের হার আজ ৯০ শতাংশ ছুঁয়েছে।’
এদিকে, রোগ নিরাময়ের সংখ্যা আক্রান্তের সংখ্যার চেয়ে ১১ গুণেরও বেশি ছাড়িয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সময়মত এবং উপযুক্ত চিকিৎসার পাশাপাশি পরীক্ষা, ট্র্যাক ও চিকিৎসা কৌশল সফলভাবে কার্যকর করায় মৃত্যুর হারের ধারাবাহিক হ্রাসকে প্রধান্য দেয়ায় জাতীয় মৃত্যুর হার (সিএফআর) আজ ১.৫০ শতাংশ কমানো সম্ভব হয়েছে।’
আরকে//