ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আজ মাঠে নামছে রিয়াল ও বার্সা

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৫:২১ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

স্প্যানিস লা লিগায় আজ মাঠে নামছে শিরোপা প্রত্যাশী রিয়াল ও বার্সা। রিয়ার খেলবে সেভিয়ার বিপক্ষে আর বার্সেলোনার প্রতিপক্ষ লাস পালমাস।
দু’টি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।ইরয়াল-বার্সা ক্লাসিকোর পর হিসেবটা আগের মতই আছে। দু’দলের পয়েন্ট সমান হলেও এক ম্যাচ কম খেলে সুবিধাজনক অবস্থায় আছে জিদানের শিষ্ররাই। দুই ম্যাচ জিতে একটি ড্র করলেই শিরোপা ঘরে তুলবে রিয়াল মাদ্রিদ। আর দুই জিতলেও রিয়ালেল ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বার্সেলোনাকে। অঘটনের শিকার না হলে শিরোপা রিয়ালের ঘরেই শোভা পাবে।