ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

নিজামীর মৃত্যুপরোয়ানা জারি, রিভিউ আবেদন না করলে রায় কার্যকরে বাধা নেই

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৫৭ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার

মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এরইমধ্যে তা পৌছে দেয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এর আগে মঙ্গলবার বিকেলে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার  বিকেলে রায় প্রকাশ করা হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে আসামীপক্ষ রিভিউ আবেদন না করলে রায় কার্যকরে কোন বাধা নেই। গনহত্যা ও বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড বহাল রেখে এ বছরের ৬ ই জানুয়ারী রায় ঘোষনা করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষনা করেন। এই বেঞ্চের অপর তিন সদস্য ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈযয় মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার রায়ের পূর্নাঙ্গ কপি প্রকাশ করেন আপিল বিভাগ্ধসঢ়; রায়ে তিনটি অভিযোগে মৃত্যুদন্ড, ২টি অভিযোগে বহাল রাখা হয়েছে যাবজ্জীবন। তবে তিনটি অভিযোগ থেকে আব্যাহতি পেয়েছেন নিজামী। রায়ে রাষ্ট্রপক্ষের সন্তুষ্টি থাকলেও রিভিউ করার কথা জানিয়েছে আসামীপক্ষ। রায়ে বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে নিজামীর ফাঁসীর রায় বহাল রাখে আপিল বিভাগ। আল বদর বাহিনীর প্রধান ছিলেন নিজামী তা যেমন প্রমান হয়েছে বুদ্ধিজীবী হত্যায় উর্দ্বতন নেতৃত্বের দায়ও প্রমানিত হয়েছে রায়ে।