বাংলাদেশের সার্বিক অর্থনীতি স্থিতিশীল
প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:১৯ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার
রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কিছুটা কমলেও বাংলাদেশের সার্বিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের অর্থনীতির সর্বশেষ গতি-প্রকৃতি ও চ্যালেঞ্জ বিষয়ে নিজেদের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিশ্বব্যাংক ঢাকা অফিসের এই সংবাদ সম্মেলন। এতে বলা হয়, রেমিটেন্স, রফতানি ও বিনিয়োগ ছাড়া প্রায় সব সূচকে অগ্রগতি হয়েছে।
বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে সরকারি বিনিয়োগে দক্ষতা বৃদ্ধি, শ্রমবাজারে নারীদের প্রবেশ এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।
এছাড়া জোর দিতে হবে রফতানি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিতে। গতি ফেরাতে হবে রেমিটেন্সে।
চলমান উন্নয়ন কর্মকান্ডের টেকসই রাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে বলে জানায় বিশ্বব্যাংক।