ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫,   ফাল্গুন ২৮ ১৪৩১

দুর্নীতির অন্যতম কারণ প্রাতিষ্ঠানিক দূর্বলতা ও সু-শাসনের অভাব

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৭:০২ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

প্রাতিষ্ঠানিক দূর্বলতা ও সু-শাসনের অভাবই দুর্নীতির অন্যতম কারণ বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী ও সুস্থ সাংবাদিকতা দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে বলে মত দিয়েছেন তিনি। দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
দুর্নীতি ও অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, দুর্নীতি সমাজের ভিত নষ্ট করে দেয়, আর অনুসন্ধানী সাংবাদিকতা মাটি খুঁড়ে তা বের করে আনে। দুর্নীতি দেশ ও জাতির জন্য অভিশাপ বলেও মন্তব্য তাঁর।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির প্রধান অন্যতম কারণ প্রাতিষ্ঠানিক দূর্বলত ও সু-শাসনের অভাব।  বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানি সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের প্রতি অঅহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, মমতাজ উদ্দিন আহমেদ।