ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গাজীপুরে ক্ষুদ্র শিল্পের বেহাল দশা (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০২:২৫ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁঠালতলী ও সিন্দুরী গ্রাম। পাটজাত পণ্য ও মাটির বাহারি হস্তশিল্পের কাজ করেন তিন শতাধিক পরিবার। কিন্তু করোনা মহামারীর পর থেকে এসব পণ্যের বাজারজাত এক রকম বন্ধ হওয়ায় বেহাল দশা এ শিল্পের। আগের তৈরি পণ্য এখনও বেঁচতে না পারায় বিপাকে পড়েছেন কারিগররা।

শুধু কালিয়াকৈরই নয়, পণ্য বিক্রি করতে না পারায় আর্থিক সংকটে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র শিল্পের সাথে জড়িতরা। এমতাবস্থায় সরকারের দেয়া প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

জানতে চাইলে কয়েকজন ক্ষুদ্র শিল্প কারিগর বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে কাজ নেই। বর্তমানে খুব কষ্টে আছি আমরা, অনেকটা না খেয়ে থাকার মতো অবস্থা দাঁড়িয়েছে। পাটের যে ছিকা তৈরি করি, তা এখন আর করতে পারছি না। মেলা না হওয়ায় ঘরে মজুদ রয়েছে পণ্য কিন্তু বিক্রি করা যাচ্ছে না।’ 

তারা বলেন, ‘আগে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে আমাদের এসব প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হতো। কিন্তু এখন এ শিল্প টিকিয়ে রাখাটাই আমাদের জন্য কষ্ট হচ্ছে। সরকার যদি আমাদের কিছু কাজ-কর্ম দিতো তাহলে আমরা ভালভাবে চলতে পারতাম।’

এ পেশার সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষার্থী জানান, ‘এ কাজ করে আমাদের সংসার চালানোর পাশাপাশি পরিবার চালাতে হয়। কিন্তু এখন আমরা বেকার অবস্থায় জীবনযাপন করছি।’

তবে সরকার ঘোষিত প্রণোদনার মাধ্যমে ব্যবসা প্রসারের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। 

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ‘করোনার পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যে ত্রাণ দেয়া হয়েছে, তার একটা অংশ ক্ষুদ্র শিল্পের সাথে জড়িদের দেয়া হয়েছে। পাশাপাশি কিভাবে তাদেরকে প্রণোদনার মধ্যে নিয়ে আসা যায়, কিংবা তাদের ব্যবসায় কিভাবে সরকারি সুযোগ সুবিধা বাড়ানো যায়, সে বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে।’

এআই//এমবি