ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সাভারে ম্যাজিক বাউলিয়ানা অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার | আপডেট: ০১:৪৫ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার

সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল লোকসংগীত নিয়ে বাংলাদেশের সবচে’ বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৬-এর দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালে।
গেলো রাতে আশুলিয়ার গৌরিপুরের এইজিস ট্রেনিং সেন্টারে শো অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন রংপুরের শিবলী সাদিক। বিচারক ছিলেন শিল্পী ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও শফি মন্ডল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জনাব মালিক মোহাম্মদ সাঈদ। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের লোক সংগীতের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশন দ্বিতীয়বারের মতো ম্যাজিক বাউলিয়ানা’র আয়োজন করে।