`আশুলিয়া শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে`
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার
'মুজিববর্ষের মুলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে সাভার আশুলিয়া কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম, ডিআইজি ইন্ডাসট্রিয়াল পুলিশ)।
এ সময় তিনি বলেন, ইন্ডাসট্রিয়াল পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। এসময় তিনি আশুলিয়া এলাকায় সুন্দর শিল্প পরিবেশ বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
শনিবার ইন্ডাসট্রিয়াল পুলিশের আয়োজনে আশুলিয়া কমিউনিটি পুলিশিং ডে আয়োজনে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম (ডাইরেক্টর, বিজিএমইএ) প্রধান উপদেষ্টা ও সভাপতিত্ব করেন সানা শামীনুর রহমান পুলিশ সুপার ইন্ডাসট্রিয়াল পুলিশ -১। এছাড়াও বিভিন্ন শিল্প উদ্যোক্তা, শ্রমিক নেতা, শ্রমিক, ইন্ডাসট্রিয়াল পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে অনবদ্য গতিশীল ও বেগবান করার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সিপিও অফিসার এবং শ্রেষ্ঠ সিপিও সমদ্যদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
কেআই//