ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চোখের মধ্যে কিলবিল করছে কৃমি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

বেশ কিছুদিন যাবৎ ব্যথা করছিল ৬০ বছরের এক বৃদ্ধের চোখ। আয়নার সামনেই দাঁড়িয়ে যখন নিজেই পর্যবেক্ষণ করতেন, তখন তার মনে হতো- চোখের ভেতর বেশ কিছু জিনিস যেন নড়াচড়া করছে। সেই সন্দেহ নিয়েই ডাক্তারের কাছে যান ওই বৃদ্ধ। 

প্রাথমিকভাবে চোখ দেখে ডাক্তার জানায়- কৃমি বসবাস করছে তাঁর চোখে। খুব শীঘ্রই ডাক্তার অপারেশন করে চোখ থেকে টেনে টেনে বের করে আনেন প্রায় কুড়িটি জীবন্ত সূতা কৃমি। সরু সুতোর মতো ওই কৃমিগুলো একেকেটি ২-৩ ইঞ্চি দৈর্ঘ্যের। এই ধরনের পরজীবী চামড়া অথবা মুখ দিয়ে শরীরের বিভিন্ন অংশে চলাচল করতে পারে।

ওই বৃদ্ধ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই চোখে অস্বস্তি হচ্ছিল। কয়েক দিন যেতেই অসম্ভব ব্যথা হওয়া শুরু হয়। প্রথমে গা ছাড়া মনোভাব দেখালেও পরের দিকে রীতিমতো অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আসতে এক প্রকার বাধ্যই হন তিনি।

ডাক্তার জানান- ওই কৃমির দল চোখের ভিতর বংশবৃদ্ধি করে বসেছে। অপারেশনের মুহূর্তের সেই ভিডিও আপাতত ভাইরাল নেট পাড়ায়। 

চিনের জিয়াংসু প্রদেশের সুঝোও উপত্যকার মিউনিসিপ্যাল হাসপাতালের ঘটনা এটি। আর ওই বৃদ্ধার নাম ইয়ান। সূত্র- জিনিউজ।

এনএস/