ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রংপুর বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড শুরু কাল 

হাবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইকো-নেটওয়ার্কের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পরিবেশ অলিম্পিয়াড- ২০২০। এতে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ছাড়াও চাকরিজীবীরা অংশ নিতে পারবে।

অংশগ্রহণকৃতরা দুটি ক্যাটাগরির ভিত্তিতে ৭টি সেগমেন্টে অংশ নিতে পারবেন। ক্যাটাগরি এক- এ স্কুল, কলেজের (অষ্টম- দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা। আর দ্বিতীয় ক্যাটাগরিতে স্নাতক, চাকুরীজীবীরা। 

ছয়টি সেগমেন্টে ইকো কুইজ, ফটোগ্রাফি ও ভিডিও মেকিং, আর্ট, স্টোরি রাইটিং, রিসাইকেলিং আইডিয়া এবং বিতর্ক প্রতিযোগিতা। প্রতিটি সেগমেন্টের দুটি ক্যাটাগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়জনের জন্য থাকছে প্রাইজ মানিসহ আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতার স্পন্সর হিসেবে থাকবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল) এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চ্যানেল আই।

আয়োজকরা জানিয়েছেন, যাদের বাসা রংপুর বিভাগের মধ্যে অথবা যাদের স্কুল, কলেজ, ভার্সিটি বা চাকরিস্থল রংপুর বিভাগের মধ্যে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এজন্য তাদের কোন ফি প্রদান করতে হবে না। রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। ১৫ নভেম্বর প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরিবেশ বিভাগের মহা পরিচালক ড. একেএম রফিক আহমেদ আগামীকাল বিকেল ৩টায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। 

এরপর ১৫ই নভেম্বর সমাপনী দিবসে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ফলাফল ও পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাবিপ্রবির কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস।  

রেজিস্ট্রেশনলিংক-https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfa9b4svFvBfGS68rezIzEJyoHi-BVPIY_1hpsKKRfUXYe6Bg/viewform

ইভেন্ট লিংক- Environment Olympiad 2020,Rangpur Division(Online) 

এআই//এমবি