ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

সারাদেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৪:১৩ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মধ্যবিত্ত ও নিন্মবিত্তের ক্রেতারা। তবে, বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় পণ্যের যোগন কম থাকায় ক্রেতাদের সন্তুষ্ট করা যাচ্ছে না। আর টিসিবি বলছে, মানুষের কাছে স্বল্পমূলে নিত্যপণ্য পৌঁছে দিতে সচেষ্ট তারা।
রাজধানীর ৩০টি স্থানে শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি।
দাম কম হওয়ায় ক্রেতারাও ভিড় করছেন পণ্য বিক্রির ট্রাকের কাছে।
অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম কমাতে টিসিবির এই কার্যক্রম সম্পর্কে বেশি বেশি প্রচারের দাবি জানিয়েছেন ক্রেতারা।
তবে, বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় তারা পণ্য কম পাচ্ছেন।
টিসিবি কতৃপক্ষ জানিয়েছে, চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য রেখে রমজান মাসেও এই কার্যক্রম চলবে।
চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা, খেজুর ১২০ টাকা দরে বিক্রি করছে টিসিবি।