ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

চুয়াডাঙ্গায় ১৭৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

চুয়াডাঙ্গা জেলা পরিষদ কর্তৃক মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার  দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পড়ুয়া ১৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, শাহ আলম সনি ও শিক্ষার্থী  সানজিদা খাতুন।
কেআই//