ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

চট্টগ্রামেও খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৪২ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার

রমজান সামনে রেখে বাজারদর স্থিতিশীল রাখতে দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি। এ’সব পণ্য কিনতে সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে ক্রেতাদের ছিলো উপচেপড়া ভীড়। জনস্বার্থে টিসিবির কার্যক্রম আরো বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
ভোক্তাদের ন্যায্যমূল্যে নিত্যপণ্য দিতে প্রতিবছর রমজানের আগে থেকেই টিসিবির মাধ্যমে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করে সরকার। সেই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে নগরীর কোতোয়ালি মোড়, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাটসহ ১০টি পয়েন্টে ট্রাকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।
প্রতি কেজি চিনি ৫৫ টাকা, অস্ট্রেলিয়ার ছোলা ৭০ টাকা, মসুর ডাল ৮০ টাকা এবং সয়াবিন তেল ৮৫ টাকায় বিক্রি করা হচ্ছে। খুচরা বাজারের তুলনায় দাম কম হওয়ায় এ’সব পণ্য কিনতে ক্রেতাদেও ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রথম দুই ঘন্টার মধ্যেই অনেক পয়েন্টে দুই তৃতীয়াংশ পণ্য বিক্রি হয়।
তবে, খোলা বাজারে আরো বিভিন্ন ধরণের পণ্য বিক্রি, পণ্যের পরিমাণ এবং ট্রাকের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
প্রতি ডিলারকে দৈনিক বিক্রির জন্য এক হাজার কেজি চিনি, ২০০ কেজি মসুর ডাল, ২০০ কেজি ছোলা এবং ২০০ লিটার সয়াবিন তেল দিচ্ছে টিসিবি।