ফুটপাত দখলমুক্তকরণে ডিএনসিসির অভিযান (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার
নগরবাসীকে দখলমুক্ত ফুটপাত উপহার দিতে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডিএনসিসি।
এ সময় ফার্মগেইট ফুট ওভার ব্রীজ এবং তার আশেপাশের ফুটপাতের কয়েকশ’ অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। নিজ সীমানা অতিক্রম করে ফুটপাতে মালামাল রাখায় জরিমানা করা হয় বেশ কয়েকটি দোকান মালিককে।
এ অভিযান অব্যাহত থাকবে এবং স্থায়ীভাবে ফুটপাত দখল মুক্তর করার কথাও জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা বলেন, আমাদের মেয়র সাহেব যথেষ্ট আন্তরিক। আমরা সবাই তার অধীনে একটি টিম হিসেবে কাজ করে চেষ্টা চালিয়ে যাব পুরো ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনসাধারণকে একটি সুন্দর নগরী উপহার দেয়ার জন্য।
এএইচ/এমবি