নোবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জেলহত্যা দিবস পালিত হয়ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ উপলক্ষে নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কেদ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করন।
এরপর নোবিপ্রবি শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশন পুষ্পস্তবক অর্পণ করে। সর্বশেষ শহিদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।
এসময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ।
এছাড়াও অন্যান্যদর মাঝে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি বিভিন্ন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কেআই//