জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২২ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার
নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে ভাষণ দেবেন। যদি নিজেকে বিজয়ী ঘোষণা করার মতো অবস্থা নাও থাকে, তবু তিনি তাঁর নিজস্ব কিছু ব্যাখ্যা-বিবরণ দেবেন।
হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে ট্রাম্প তাঁর ভাষণ দেবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এদিকে হোয়াইট হাউসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে বলেছেন, মঙ্গলবার রাত বা বুধবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে একটি বিবৃতি দেবেন।
এবিসি নিউজকে কনওয়ে বলেন, ‘আজ রাতে আপনারা প্রেসিডেন্টের কাছ থেকে তাঁর কথা শুনতে পারবেন।’
প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করেছে। ফলাফলে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোর ফলের ওপর নির্ভর করছে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট।
মার্কিন নাগরিকরা নির্বাচনের ফলের অপেক্ষায় আছেন। এখন পর্যন্ত ডো বাইডেন ২২৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১২টি। আগামীতে কে হচ্ছেন হোয়াইট হাউজের মালিক তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।
এমবি//