মুজিববর্ষের উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে ষ্ট্রীট লাইটের উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার
মুজিববর্ষের উপহার হিসেবে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড হতে স্টেশন রোড পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার মাঝে সদ্য স্থাপিত স্ট্রিট লাইট-সড়কবাতি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় চত্বরে সদ্য সমাপ্ত এ প্রকল্পের উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম।
মুজিববর্ষের উপহার হিসেবে ঠাকুরগাঁও,জেলা শহরের মূল সড়কে প্রায় ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করে সড়ক ও জনপদ বিভাগ।
উদ্বোধনকালে রমেশ সেন বলেন, সারাদেশে সম উন্নয়নের ধারায় মেট্রোপলিটন শহরের আদলে প্রতিটি জেলা শহরকেও আলোকিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এসময় দেশব্যাপী এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র প্রতিহত করে দলমত নির্বিশেষে সরকারের উন্নয়ন পদক্ষেপকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
আরকে//