ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

প্রবাসী স্ত্রী ও সংসারী স্বামীদের গল্প ‘ফরেন ভিলেজ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ফরেন ভিলেজের শুভ যাত্রা

ফরেন ভিলেজের শুভ যাত্রা

সকাল হলেই উজানপুর গ্রামের প্রতিটা ঘরে স্বামীরা সংসারের যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কারণ এই গ্রামের বেশির ভাগ বউ বিদেশে কর্মরত। স্ত্রী’র পাঠানো বিদেশি টাকায় কোন কোন স্বামী ইট কিনে রেখেছে দালান তুলবে বলে। কেউ আবার খুব দাম্ভিকতা নিয়ে চলে স্ত্রী বিদেশে কর্মরত বলে। সরকারের বেঁধে দেওয়া সঠিক নিয়মে বিদেশ গিয়ে যেমন কারো বউয়ের ভাগ্য খুলে যায় তেমনি আবার অবৈধ পথে বিদেশ গিয়ে অনেক বউদের সহ্য করতে হয় অমানবিক নির্যাতন। উজান পুর গ্রামে আছে দ্বন্দ্ব। আছে আনন্দ। আছে কাছে না পাবার বেদনা আর সেই সাথে আছে স্বপ্ন পূরণের বাস্তবতা। এমনই গল্পে দর্শকপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক ‘ফরেন ভিলেজ’।

নাট্যকার বরজাহান হোসেনের রচনায় আগামী ৭ নভেম্বর থেকে সপ্তাহে শনি ও রোববার রাত ৯:৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ‘ফরেন ভিলেজ’। 

ধারাবাহিক প্রচার উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ধারাবাহিকটির নির্মাতা ফরিদুল হাসান বলেন, করোনা ভাইরাসের কারণে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। শত শঙ্কার মধ্যেও জীবন বয়ে চলছে। ধন্যবাদ জানাই বাংলাভিশনকে ভালো গল্পের একটি দীর্ঘ ধারাবাহিক নির্মাণের সুযোগ করে দেওয়ার জন্য। আমার ধারাবাহিকগুলোতে বরাবরই চেষ্টা থাকে ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার। এবারও তার ব্যতিক্রম হয়নি। করোনার মধ্যেও দর্শকদের আনন্দ বিনোদন দিয়ে মনকে স্বতঃস্ফূর্ত রাখতে আমার এই প্রয়াস। আশা করি সবাই ধারাবাহিকটি উপভোগ করবেন।

রচয়িতা বরজাহান হোসেন বলেন, একটি ভিন্নধর্মী গল্প নিয়ে ‘ফরেন ভিলেজ’। আমরা সবসময় দেখি স্ত্রীকে রেখে স্বামীরা বিদেশ যায়, আবার সংসার সামলায় নারীরা। এই ধারাবাহিকে দেখতে পাবেন তার বিপরীত চিত্র। অর্থাৎ নারীরা বিদেশ গিয়ে কাজ করে সংসারের জন্য টাকা পাঠাচ্ছে এবং সংসার সামলাচ্ছে পুরুষরা। ফলে একটু ভিন্ন স্বাদ পাবেন দর্শকরা। আশা করি সবার ভাল লাগবে। 


সাক্ষাতকার দিচ্ছেন ধারাবাহিকটির রচয়িতা বরজাহান হোসেন।

অভিনেত্রী অরুনা বিশ্বাস বলেন, বর্তমান ধারাবাহিক থেকে ব্যতিক্রম গল্পের ‘ফরেন ভিলেজ’। প্রায়ই শোনা যায় ধারাবাহিক নাটকের ধারাবাহিকতা থাকে না তবে সে রকম সুযোগ নেই এ ধারাবাহিকে। এটি দর্শক উপভোগ করবে।

নাদিয়া বলেন, চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে গ্রামের সবাই যে দিকে যায় আমি তার উল্টো দিকে যাই। আমার মনে হয় নারী পুরুষ সবারই স্বাবলম্বী হওয়া দরকার। ধারাবাহিকের গল্পটি অনেক ভালো লেগেছে। ‘ফরেন ভিলেজ’ নামটাই একটা অসাধারণ। দর্শক দেখলেই বুঝতে পারবে কি কারণে আসলে এই নাম। বিদেশের সাথে কি সম্পর্ক তা বোঝানো হয়েছে। আমার মনে হয় একজন শিল্পী হিসেবে গল্পের যে চরিত্রটা ভালো লাগে সেটা যদি ফুঁটিয়ে তোলা যায় তাহলে সেটা দর্শকদেরও ভালো লাগবে।

মীর সাব্বির বলেন, ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছি। এখানে বিদেশের যাওয়ার যে প্রতিবন্ধকতা রয়েছে তা গল্পে দর্শক দেখতে পারবে। অন্যান্য ধারাবাহিক থাকে একেবারে আলাদা। গল্পে বার্তা আছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শারমিন জোহা শশী, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, জামিল হোসাইন, ডা: এজাজ, দিলারা জামান, আলভি, প্রাণ রায়, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), অলিউল হক রুমী, আরফান আহমেদ, ফারজানা রিক্তা, এ্যনি খান, আইরিন আফরোজ, পূর্ণিমা বৃষ্টি, হান্নান শেলী, পাভেল সহ অভিনয় করেছেন আরও অনেক গুণী অভিনেতা-অভিনেত্রী। ধারাবাহিকটি প্রযোজনা করেছেন ক্রিয়েশন ওয়ার্ল্ড।

এমবি//