শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশ সৃষ্টি
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৭:১৭ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার
ইপিজেডে সামাজিক শ্রমিক অধিকার এবং আন্তর্জাতিকমানের কর্মপরিবেশ সৃষ্টি না হলে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিনিয়োগ করবে না বলে জানিয়েছেন ইইউ’র রাষ্ট্রদূত পিয়েরে মায়াদো।
সোমবার সকালে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় এ’কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উল্লেখ করে, জিএসপির আগামী মিটিংয়ে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরারও আহ্বান জানান তিনি। সুশাসন, সামাজিক নিরাপত্তা এবং প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ইইউ’র রাষ্ট্রদূত।