ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জর্জিয়ায় ৫০ হাজার ভোট গণনা বাকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ভোটের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়ার কর্মকর্তারা জানিয়েছেন প্রায় ৫০,০০০ ভোট এখনও গণনা করা বাকি আছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ঐ রাজ্যে ঘণ্টায় ৩,০০০ করে ভোট গণনা চলছে। সেই হিসেবে গণনা শেষ করতে সময় লাগবে আরও প্রায় ১৬ ঘণ্টা।

অবশ্য, কোন প্রার্থী যদি অনেক বেশি ভোটে এগিয়ে যান তখন ঐ রাজ্যে কে জিততে যাচ্ছেন তা আগেই বোঝা যাবে। তবে এ রাজ্যে জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

সর্বশেষ তথ্যমতে, হোয়াইট হাউস নিয়ন্ত্রণের দৌঁড়ে এখনও এগিয়ে জো বাইডেন। তারপরও তার জয় সুনিশ্চিত নয়। কেননা, ঝুলে থাকা পাঁচ রাজ্যের ফল এখনও ঘুরিয়ে দিতে পারে দুই প্রার্থীর ভাগ্য। এর মধ্যে নেভাদা রাজ্যের দিকে তাকিয়ে গোটা আমেরিকানবাসী। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ ও আলজাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টে নির্বাচনে ইতিমধ্যেই ৪৫টি রাজ্যের ফল ঘোষণা হয়েছে। যেখানে ২২টিতে এগিয়ে বাইডেনের ডেমোক্র্যাটরা ও ২৩টিতে এগিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক্যানরা। বাকি রয়েছে নেভাদা, আলাস্কা, পেনসিলভেনিয়া, জর্জিয়া ও উত্তর ক্যারোলিনা।

এসি