যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৮ এএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার
হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র।
এপির সর্বশেষ তথ্য বলছে, ওয়াশিংটন ডিসিসহ ৪৭ অঙ্গরাজ্যের ভোটই নির্ধারণ করেছে চূড়ান্ত ফল। তবে বিজয় নিশ্চিত হওয়ার পরে আরও এক রাজ্য জিতেছেন বাইডেন। সংবাদমাধ্যমটির তথ্য মতে, দেশজুড়ে বাইডেন পেয়েছেন ৭ কোটি ৪৮ লাখ ৭২ হাজারের বেশি ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৬ লাখ ২ হাজারের বেশি। আর ইলেকটোরাল কলেজেও বাইডেন ২৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট।
এপির হিসাবে জো বাইডেন জয় পেয়েছেন পেনসিলভানিয়া, নাভাডা, ওয়াশিংটন, অরিগন, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, নিউ মেক্সিকো, ইলিনয়, ভার্জিনিয়া, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, নিউ ইয়র্ক, ভারমন্ত, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ডেলাওয়্যার, ডিস্টিক অব কলম্বিয়া, মেইন, মিশিগান, উইসকনসিন এবং অ্যারিজোনায়।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন আইডাহো, ওয়েমিং, ইউটাহ, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, ক্যানসাস, ওকলাহোমা, আরকানসাস, লুইজিয়ানা, মিসিসিপি, টেনেসি, কেন্টাকি, ইন্ডিয়ানা, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, মিসৌরি, ওয়েস্ট ভার্জিনিয়া, মন্টানা, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, আইওয়া এবং লোয়াতে।
এখনো ফল বাকি আলাস্কা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনার। এর মধ্যে জর্জিয়ায়ও জয় পেতে পারেন বাইডেন। সে হিসাবে তার মোট ইলেকটোরাল ভোট দাঁড়াবে ৩০৬ এ।
এদিকে বাইডেনের জয়ে অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের নেতারা।
এসএ/