ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সিরিয়ার সামরিক কারাগারে হাজার হাজার বন্দীকে পুড়িয়ে হত্যা

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:২১ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

সিরিয়ার সামরিক কারাগারে হাজার হাজার বন্দীকে পুড়িয়ে হত্যার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কারাগারে বন্দী হত্যার প্রমাণ না রাখতেই এমন কাজ করেছে সিরিয়া। এমন হত্যাকান্ডের জন্য কারাগারের ভেতরে একটি বৈদ্যুতিক চুল্লি স্থাপন করে দেশটির সরকার। স্যাটেলাইটের মাধ্যমে তোলা একটি চুল্লির ছবি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই কারাগারে প্রতিদিন অন্তত ৫০ বন্দীকে হত্যা করা হতো বলে দাবী করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা। এ ক্ষেত্রে রাশিয়া ও ইরানের প্রত্যক্ষ সমর্থন ছিলো বলেও জানান তিনি।