ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

৭৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার

জয়পুরহাটে ৩৮০ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। ধারণা করা হচ্ছে মূর্তিটি ৭৫ কোটি টাকা মূল্যমানের। রোববার সন্ধ্যায় জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রাম থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।  

মূর্তি উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ। 

তিনি জানান, পাল বংশীয় রাজা প্রথম মহিপালের আমলে উল্লেখযোগ্য দুর্লভ প্রত্নতত্ত্ব সম্পদটি বহু বছর ধরে দেওড়া গ্রামের রজেন্দ্রনাথ নিজ বাড়িতে আইন বহির্ভূতভাবে নিজের দখলে রাখে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০ কেজি ওজনের এই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কমান্ডার আরও জানান, ইতোপূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও ভূতপূর্ব বৃহত্তর বগুড়া জেলার দেওড়া এলাকা হতে এই শিল্পকর্মের আদলে তৈরি প্রত্নসম্পদ উদ্ধার করা হলেও র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত বিষ্ণুমূর্তি এটাই প্রথম।
এএইচ/ এসএ/