ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরাজগঞ্জে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন বাধের ধস

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৫:৫০ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

সিরাজগঞ্জে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন বাধের ৪০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে।
পানি উন্নয়ন বোর্ড এবং এলাকাবাসী জানায়, চৌহালী উপজেলার পশ্চিম পাড় এবং টাঙ্গাইল জেলা রক্ষায় ৭ কিলোমিটার তীর সংরক্ষণ বাধ নির্মাণ শুরু হয় ২০১৫ সালের ২৪ নভেম্বর। এরিমধ্যে বাধের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আজ আকষ্মিকভাবে ৪০ মিটার বাধ ধসে পড়ে। সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। বাধ সম্পুর্ন হবার আগেই ভাঙ্গন শুরু হওয়ায় নির্মাণ কাজের ত্র“টির অভিযোগ করেছে এলাকাবাসী। এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানিয়েছেন, তলদেশে গর্তের সৃষ্টি হওয়ায় এই ধসের কারন। এতে মুল বাধ নির্মাণে কোন প্রভাব পড়বেনা।