পর্যটন শিল্প যাতে ভেঙে না পড়ে এজন্য সমন্বিত উদ্যোগ জরুরি
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:২৫ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার
সন্ত্রাস, জঙ্গিবাদ কিংবা যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে পর্যটন শিল্প যাতে ভেঙে না পড়ে এজন্য সরকারের সব দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এ শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং গণমাধ্যমের সাথে যোগাযোগ বাড়ানোর উপরও জোর দেন তারা। সকালে চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে পর্যটন সম্মেলনে এসব কথা বলেন তারা।
জঙ্গি হামলার ঘটনা ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশের পর্যটন শিল্পকে বাাঁচাতে এবং বিদেশী পর্যটকদের আস্থা ফেরাতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় আর্ন্তজাতিক এ সম্মেলন আয়োজন।
সম্মেলনে পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন দেশের সংকটকালীন সময়ের অভিজ্ঞতা বিনিময়, উত্তরণের পথ নির্ণয়, বাংলাদেশের পর্যটন সম্ভাবনাসহ নানান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
এ সম্মেলন পর্যটন শিল্পের ক্ষতি কাটাতে এবং দেশের ভাবমূর্তি বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন শিল্প সংশ্লিষ্টরা।
শিগগির দেশের পর্যটন খাত ঘুরে দাঁড়াবে- এমন আশা পর্যটন করপোরেশন চেয়ারম্যানের।
পর্যটন শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী।
সম্মেলনে অংশ নেন জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও’র অর্ন্তভুক্ত ৩০ দেশের ৩০০ প্রতিনিধি।