বগুড়ায় শিবিরের ৭ নেতা-কর্মী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার
বগুড়ায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ল্যাপটপ ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের মালতিনগর শ্মশানঘাট এলাকার ওই ছাত্রাবাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ছাত্র শিবিরের সাথী আসাদুল আল গালিফ (২৪), জিয়া আলম (২৫), সদস্য শাহীন আলম (২৪), মালতিনগর উপশাখার সভাপতি মেহেদী হাসান (২৬), মালতিনগর উপশাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউছুব আলী (২৬), কর্মী গোলাম মোর্তুজা (২৭), আব্দুল কুদ্দুস (২৫) ও ইউছুব আলী।
পুলিশের ভাষ্যমতে, খবর আসে মালতিনগর শসানঘাট এলাকার তোতা মিয়ার ভাড়া দেয়া ছাত্রাবাসে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা সরকার উৎখাত ও রাষ্ট্র বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছেন। পরে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৭ জনকে গ্রেফতার করা হয়।
পরে ছাত্রাবাস তল্লাশি করে বেশ কিছু জিহাদি বই , ল্যাপটপ, কম্পিউটার, লাঠি, ২টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ‘গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এআই/এসএ/