আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:০২ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। নিউজিল্যান্ডের মাটিতে সব ম্যাচে হারের পর কিউইদের বিপক্ষে এই ম্যাচে জয় পেতে মুখিয়ে আছে টাইগররা। এদিকে, নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারাবিহকতা ধরে রাখতে চায় নিউজিল্যান্ড।
গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ঐ সিরিজে প্রত্যেকটি ম্যাচ হেরে শতভাগ ব্যার্থ হয়েছিল সাকিব-তামিমরা। ওয়ানডেতে আবারো কিউইদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আয়ারল্যান্ডের মাটিতে এবার মিশন ঘুরে দাাঁড়ানোর। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির শংকা। তবে, অতীত ভুলে বাংলাদেশের চোখ সাফল্যের দিকে।
এদিকে, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের জয় দিয়ে দারুন শুরু করেছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যহত রাখতে দ্বিতীয় ম্যাচেও জয়ের জন্য প্রস্তত কিউইরা। শক্তি আর সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশের তুলনায় এগিয়ে নিউজিল্যান্ড। এরপরও আত্মতুষ্টিতে না ভোগে মাঠে নিজেদের উজাড় করতে চায় টম লাথামের দল।
ওয়ানডেতে এর আগে দুই দল ২৮ বার মুখোমুখি হয়েছে। এতে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে ২০ বার।