সুস্থ হয়ে বাসায় ফিরলেন চট্টগ্রামের সাবেক মেয়র নাছির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন হাসপাতাল ত্যাগ করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।
পার্ক ভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. তালুকদার জিয়াউর রহমান শরীফ জানান, ‘আজ সকাল ১১টার দিকে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন আমাদের হাসপাতাল ছেড়ে গেছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। বাসায় গিয়ে কয়েকদিন বিশ্রামে থাকবেন। এরপর স্বাভাবিক জীবনযাত্রা শুরু করা যাবে।’
শরীফ জানান, আট দিন জ¦র নিয়ে গত ৩ নভেম্বর সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। এখানে সিটি স্ক্যান করা হলে ফুসফুস ১০ শতাংশ আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। সেদিন রাতেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রথম ২/৩ দিন হালকা জ্বর ছিল। তবে হাসপাতালে ৯ দিন ভর্তি থাকা অবস্থায় তাঁর মধ্যে করোনার অন্য কোনো উপসর্গ দেখা যায়নি।’
ডা. শরীফ বলেন, গতকাল রাতেও বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে ও বিভিন্ন রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে রিলিজ করতে সম্মতি দিয়েছেন। তাঁদের পরামর্শেই সাবেক মেয়র নাছির আজ হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন।
সূত্র : বাসস
এসএ/