ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:০৪ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

উচ্ছৃঙ্খল কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লেনারীর সভায় উপাচার্যের নির্বাহী ক্ষমতা বলে এসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ইংরেজী বিভাগের তাসনিম সিকদার, সংগীত বিভাগের শাহরিয়ার চৌধুরী ইমন, ফিন্যান্সের ওয়ালিদুর রহমান, ইতিহাসের শাহরাজ চৌধুরী, দর্শনের মাহমুদ হাসান, নৃ-বিজ্ঞান বিভাগের জিয়াউর রহমান।  তাদের মধ্যে চিকিৎসককে মারধর করার দায়ে ফিন্যান্স বিভাগের ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অনান্যদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।