ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

অফলাইনেই হবে জাককানইবির ভর্তি পরীক্ষা

জাককানইবি সংবাদদাতা 

প্রকাশিত : ১১:৫০ এএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২০-২১ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়ার পরিবর্তে সরাসরি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে ৩০তম একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের যেসকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা স্থগিত রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা।

এছাড়া সেমিস্টার ফি মওকুফের বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে অর্থ কমিটির সভায় বিষয়টি এজেন্ডা হিসেবে রাখা হয়েছে বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।
এআই/ এসএ/