ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ভ্যাকসিনের সুখবরে বিশ্ব বাজারে বাড়ছে তেলের দাম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

দীর্ঘ প্রতিক্ষার পর করোনা মোকাবিলায় সফল বলে ঘোষিত হয়েছে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন। যা ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দেয়া হয়েছে। এমন খবর প্রকাশের পরপরই বিশ্ব বাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। 

বুধবার ( ১১ নভেম্বর) বিশ্ব বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম এক ডলারের বেশি (২ দশমিক ৩ শতাংশ) বেড়ে ৪৪ ডলার ৬৮ সেন্টে পৌঁছে যায়।

এছাড়া, একইদিন ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেল প্রতি প্রায় এক ডলার (২ দশমিক ৪ শতাংশ) বেড়ে ৪২ ডলার ৪৪ সেন্টে ওঠে।  এর আগে মঙ্গলবার ইরানের রপ্তানিযোগ্য তেলের দাম ৪০ ডলার ৩৭ সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল।

চলতি সপ্তাহের গোড়ার দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির আবিস্কৃত ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে থাকে।

গত মার্চ মাসে বিশ্বব্যাপী ব্যাপকভাবে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এপ্রিলে তেলের দাম ১৬ ডলার পর্যন্ত নেমে যায় যা ছিল গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।

তেলের দাম নিম্নমুখী থাকা অবস্থায় একমাত্র যে দেশটি তেল কিনে এই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার সমৃদ্ধ করতে থাকে সেটি হচ্ছে চীন। এ কারণে করোনাভাইরাসের মহামারির মধ্যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে। চীনের সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরের তৃতীয় তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯ শতাংশ।
সূত্রঃ পার্সটুডে
এআই/এসএ/