ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫,   ফাল্গুন ২৮ ১৪৩১

৭ খুন মামলার দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের জন্য আইনজীবী নিয়োগ

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের জন্য ৭ দিনের মধ্যে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে আদালত এ মামলার আরেক আসামি সৈনিক আবদুল আলিমের আপিল শুনানির জন্য গ্রহণ করেও আদেশ দিয়েছেন। গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।