ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩, আহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

গুরুতর আহত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল।

গুরুতর আহত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল।

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল নামে এক শিক্ষকসহ তিনজনের প্রাণহানী ঘটেছে, আহত হয়েছেন ৪ জন। নিহত ইব্রাহিম খলিল গোপালপুরের ঝাওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

জানা গেছে- আজ বৃহস্পতিবার দুপুরে গোপালপুরের ঝাওয়াইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল পৌর এলাকার কাজীবাড়ি মসজিদের সামনে এলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে নেয়ার পথে বিকেলে তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে।

এদিকে, ঢাকা-গারোবাজার সড়কের ঘাটাইল উপজেলার সলিং এলাকায় একটি ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার দুই নারী আরোহী নিহত হন। তাদের একজন হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা চর বিন্নাফৈর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩২)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ঘাটাইলের সাগরদিঘী পুলিশ কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ঢাকা-গারোবাজার সড়কের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সলিং এলাকায় ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই করুনা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।

এনএস/