ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

বাংলাদেশ এখন সুখী-সমৃদ্ধ ও ডিজিটাল প্রযুক্তির দেশঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:১৯ পিএম, ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার

Yafez Osmanবাংলাদেশ এখন সুখী-সমৃদ্ধ ও ডিজিটাল প্রযুক্তির দেশে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ পরমানু কমিশন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, সুখি-সমৃদ্ধ ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর দেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার কণ্যা শেখ হাসিনা এ কাজকে এগিয়ে নিয়ে দেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিনত করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো: আলী জুলকারনাইন।