ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কালবৈশাখীর তান্ডবে রাজধানীর বিপুল সংখ্যক গাছ-পালা উপড়ে গেছে

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:০১ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

কালবৈশাখীর তান্ডবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক গাছ-পালা উপড়ে গেছে। গাছের ডাল-পালা ভেঙ্গে পড়ে রাস্তায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে এতো গাছের ক্ষতি দীর্ঘ সময়ে হয়নি। যদিও এই মওসুমে ঝড়-বৃষ্টি প্রকৃতির স্বাভাবিক আচরন বলেই মনে করেন তারা।
রাজধানীর ব্যাস্ততম গুলিস্থান এলাকার দৃশ্য এটি। সিটি কর্পোরেশনের চেষ্টায় উপড়ে যাওয়া গাছটি কেটে ফেলায় রাস্তা চলাচলের উপযোগি হয় মঙ্গলবার দুপুর নাগাদ। আগের মধ্যরাতে কালবৈশাখীর তান্ডবে উপড়ে যায় গাছটি।
ঝড়ের তীব্রতা এতই বেশি যে কারওয়ান বাজার এলাকার লাইট পোস্টও ভেঙ্গে পড়ে।
রাজধানীর মন্ত্রী পাড়ায় রাস্তার দুই পাশে আর রমনা পার্কে সব থেকে বেশি গাছ ভেঙ্গে পড়ে। পরিচ্ছন্ন কর্মীরাও বলছেন, একসাথে এতোগাছ উপড়ে পড়তে তারা আগে দেখেননি।
প্রকৃতি নিজের প্রয়োজনেই বৈশাখ- জৈষ্ঠ মাসে এমন আচরন করে, যা স্বাভাবিক বলেই মনে করেন এই পরিবেশবিদ।
প্রকৃতির রুদ্র আচরন ও ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে আবহাওয়া অফিসের সতর্কবাণি মেনে চলার তাগিদ দিয়েছেন এই কর্মকর্তা।
সাধারণত এই মওসুমে ঝড়ের সময় কম হলেও সোমবার রাতে ঝড় অনেক বেশী সময় ধওে স্থায়ী ছিলো বলেও জানান তিনি।