উভয় স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৩১ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার
সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৫টির, আর ৪৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৬৩ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯২টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।