ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কালবৈশাখীর তান্ডব ও শিলাবৃষ্টিতে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:২৭ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

কালবৈশাখীর তান্ডব ও শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুর, শরীয়তপুর, নড়াইল ও গাইবান্ধায় গাছ চাপায় মারা গেছে শিশুসহ ৫ জন। এছাড়া এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নড়াইল, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলার বেশ কিছু এলাকা।
সোমবার মধ্যরাতে দেশজুড়ে শুরু হয় কালবৈশাখীর তান্ডব। বিভিন্ন স্থানে ভেঙ্গে যায় ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। খোলা আকাশের নিচে অনেক পরিবার। শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নড়াইলের ভওয়াখালীতে গাছ চাপা পড়ে হৃদয় ঘোষ নামে এক শিশু মারা যায়।
শরীয়তপুরের নড়িয়ার পাঁচ গ্রামের তিন শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। গাছের ডাল পড়ে ভেদরগঞ্জ উপজেলায় মারা গেছেন রোকেয়া বেগম নামে এক নারী।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে ঘর চাপা পড়ে মুজিবুর রহমান নামে যুবকের মৃত্যু হয়েছে। গাছ উপড়ে ভেঙ্গে গেছে বেশকিছু ঘরবাড়ি।
লক্ষèীপুরের রামগতিতে ঘর চাপা পড়ে মারা যায় আরো দুজন।
প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার কয়েক হাজার বিঘা বোরো ধানক্ষেত নষ্ট হয়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা।
এদিকে ময়মনসিংহে ঝড়ে কাঁচা ঘরবাড়িসহ গাছপালা ভেঙ্গে পড়েছে; ভেঙে গেছে গার্লস ক্যাডেট কলেজের সীমানা প্রাচীর।
সিরাজগঞ্জে প্রচন্ড ঝড়ে চরাঞ্চলসহ যমুনার তীরবর্তী এলাকার কাচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বগুড়া, নাটোর ও মুন্সিগঞ্জ-সহ বিভিন্ন জেলায়।