ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঝিনাইদহে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান শেষ

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার

ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামে র‌্যাবের জঙ্গিবিরোধী দুই দিনের অভিযান শেষ হয়েছে। অভিযানে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়। সকাল পৌনে ৯টায় শুরু হওয়া অভিযান ১১টার দিকে সমাপ্ত ঘোষণা করে র‌্যাব। 

ঢাকা থেকে র‌্যাবের কমান্ডো বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছালে সকাল পৌনে নয়টার দিকে শুরু হয় ফের অভিযান।

র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান ও পরিচালক অপারেশন লে.কর্নেল মাহমুদসহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। পরে সেখানে তিনটি বোমা নিষ্ক্রিয় করে র‌্যাব।

পরে সংবাদ সম্মেলনে অভিযান সমাপ্তির ঘোষণা দেয়া হয়। দুই দিনের অভিযানে ১টি এন্টিমাইন, ১৮টি ডিনামাইট স্টিক, ২টি সুইসাইডাল ভেস্ট, ৫টি শক্তিশালী বোমা ও বোমা তৈরীর ১৮৬টি সার্কিট উদ্ধার করা হয় বলে জানান মিডিয়া প্রধান।

সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে ‘নব্য জেএমবির’ দুই সদস্যকে আটকের পর মঙ্গলবার ভোরে তাদের বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে র‌্যাব।