ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৬:০২ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে ম্যানসিটি। ২৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও ২৯ মিনিটে মিডফিল্ডার কেভিন ব্র“ইন গোল করলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ৫৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়াইয়া তুরে। আর ৮৭ মিনিটে ওয়েস্ট ব্রমের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার হাল রবসন। এই জয়ে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। লিগের শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হবে দলটির।