ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

নো মাস্ক, নো এন্ট্রি স্লোগানে বেনাপোলে শিক্ষার্থীদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার

মাস্ক বিহীন স্কুলে প্রবেশ নিষেধ ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে নাভারন গার্লস স্কুলের ৮ম শ্রেণির মেধাবী এক ছাত্রী ট্রাক চাপায় নিহত হওয়ার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে স্কুলের সামনে বেনাপোল-কলকাতা সড়কে ব্যানার ও ফেস্টুন  নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্তাজুর রহমান বলেন, সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর জন্য নাভারন গার্লস স্কুলের মেধাবী ছাত্রী সামিয়া আক্তার শেফা একটি ট্রাকের চাপায় নিহত হয়। 

এছাড়া শেফাকে বহনকারী ভ্যান আরোহী ও মারা যায় ওই ট্রাক চাপায়। তিনি বলেন, আমরা বেপরোয়া গাড়ি চালানোর
প্রতিবাদসহ সাধারন মানুষকে করোনা মহামারি থেকে নিরাপদে রাখার জন্য এবং সচেতন করে তোলার জন্য মাস্ক ছাড়া এই
স্কুলসহ অন্যান্য জায়গায় ও যাতে প্রবেশ করতে না পারে তার জন্যও এই মানববন্ধন কর্মসুচী পালন করি। 

এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, এনামুল হক, শরিফুল  ইসলাম, আল মামুন প্রমুখ। 
কেআই//