ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা মঙ্গলবার দেড় কোটি ছাড়িয়ে গেছে। মহাদেশটির বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেয়া উপাত্ত নিয়ে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

ওই বার্তা সংস্থার খবরে বলা হয়, করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে ইউরোপ। এদিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। এ অঞ্চলে একত্রে এ পর্যন্ত মোট এক কোটি ২১ লাখ মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। 

এশিয়া মহাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে মোট এক কোটি ১৫ লাখে দাঁড়িয়েছে। এদিকে এ বছরের গোড়ার দিক থেকে এ মহামারি ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার শুরুর- থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

এসি