উল্কাপিণ্ডের একটি খণ্ড পেয়ে কোটিপতি যুবক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫১ এএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
মার্কিন মহাকাশ সংস্থা নাসা গত আগস্টের শেষের দিকে বলেছিল একটি উল্কাপিণ্ড পৃথিবীর প্রতিটি মানুষকে কোটিপতি করে তুলতে পারে। কেননা এই গ্রহাণু পুরোটাই লোহা, নিকেল এবং সিলিকা দিয়ে তৈরি যা অতি মূল্যবান। বাস্তবে এই উল্কাপিণ্ডের একটি খণ্ড পেয়ে ১০ কোটি টাকার মালিক বনে গেছেন ইন্দোনেশিয়ার এক যুবক।
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের সুমাত্রা প্রদেশে নিজের বাড়িতে কফিন বানানোর কাজ করছিলেন ৩৩ বছর বয়সী জসুয়া হুতাগালুং। ওই সময় আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়ে তার বাড়ির চালে। উল্কার আঘাতে টিনের চালের ওই অংশ ভেঙে যায়।
উল্কাপিণ্ডটি তীব্র গতিতে তার ছাদে পড়ে। এরপর ছাদ ফুটে করে নিচে নেমে আসে এবং তার ঘরের মেঝের মধ্যে প্রায় ১৫ সেমি ঢুকে যায়। এমন ঘটনায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন জোসুয়া।
তবে উল্কা পড়ে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরে তিনি কোটিপতি হয়েছেন সেই উল্কার বদৌলতে। দরিদ্র থেকে তিনি এখন ১০ কোটির মালিক হয়ে গেছেন।
ধারণা করা হচ্ছে, আকাশ থেকে পড়া উল্কার টুকরোটি প্রায় চার বিলিয়ন বছর আগের। খুবই বিরল প্রজাতির উল্কাটির বাজারমূল্য ধরা হয়েছে ১০ কোটি টাকা। যার প্রতি গ্রামের দাম ধরা হয়েছে আটশ’ ৫৭ ডলার।
ইতিমধ্যে উল্কাপিণ্ডটি বিক্রি করে জোসুয়া হাতে পেয়েছেন ১০ কোটি টাকা।
জসুয়া হুতাগালুং বলেছেন, টিনের চালের যখন এটি পড়ে তখন ব্যাপক গরম ছিল। পরে অবশ্য ঠাণ্ডা হয়ে গেছে।
সূত্র : প্লেজ টাইমস
এএইচ/ এসএ