ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৮ ১৪৩১

ত্রিপুরা পল্লী রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি (ভিডিও)

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

চলতি বছর টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ সাতছড়ি জাতীয় উদ্যানের কাছে ত্রিপুরা পল্লীর রাস্তা ও বাড়িঘর। টিলা ধসে ভেঙ্গে পড়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। এখনই সংস্কার না করলে আগামী বর্ষায় এই পল্লী বিলীন হয়ে যাওয়ার আশংকা বাসিন্দাদের।

গেল বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে পাহাড়ী ঢল নেমে সাতছড়ি জাতীয় উদ্যানের ছড়াগুলোতে ভাঙ্গন দেখা দেয়। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা পল্লীর ২৪টি পরিবার এখন চরম কষ্টে দিন পার করছে।

পল্লীবাসী জানায়, তিন চার বছর যাবত ভাঙ্গা শুরু হয়েছে। আগেই দুটি বাড়িঘর নিয়ে গেছে বর্তমানে আরও দুটি যাওয়ার উপক্রম হয়েছে। পুরো গ্রামটিই এখন হুমকির মুখে।

পল্লীর হেডম্যান জানান, চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াত করতে পারছেন না তারা। 

হবিগঞ্জ সাতছড়ি ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত দেববর্মা বলেন, আমাদের রাস্তা নাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি- সরকার যেন আমাদের গাইড ওয়াল করে দেয়।

গাইড ওয়াল নির্মাণ করলে আপাতত টিলা ধস রোধ করা সম্ভব হবে- জানান বন কর্মকর্তা।

হবিগঞ্জ সাতছড়ির রেঞ্জার মোতালিব হোসেন বলেন, ভূমিধসে প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।  

অপরূপ সৌন্দর্য্যের এই সাতছড়ি জাতীয় উদ্যানসহ ত্রিপুরা পল্লী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।

এএইচ/এসএ/