ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

হাওরে ফসলহানি নিয়ে মিথ্যাচার, অভিযোগ করেছেন রিজভী

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৪ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার

হাওরে ফসলহানি নিয়ে খাদ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ না করে জনগনকে ধোঁকা দিচ্ছে সরকার। তিনি বলেন, হাওড়ে ধান নষ্টের কারণে চালের বাজার অস্থিতিশীল হয়েছে, আর জনগনকে বেশী দামে কিনতে হচ্ছে। এছাড়াও ১৫ আগষ্টের ঘটনায় আওয়ামী লীগের কোন কোন নেতাও জড়িত ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিলম্বিত উপলব্দি বলে মন্তব্য করেন রিজভী।