ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ভালো নেই সাভারের গহনা কারিগররা (ভিডিও)

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০১:৫৯ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

করোনা মহামারীতে ভালো নেই সাভারের গহনা কারিগররা। করোনাকালে কাজ না থাকায় কষ্টে আছেন সাত হাজার কারিগরের প্রায় সবাই। অনেকেই ছেড়েছেন বাপ-দাদার পেশা।

উঠোন জুড়ে ছড়িয়ে আছে অলঙ্কার তৈরির সরঞ্জাম। উজ্জ্বল আলোয় উঁকি দিচ্ছে আগুনের ফুলকি। গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ঝুমকা, পায়েল ও নূপুর তৈরিতে ব্যস্ত কারিগররা।

এই চিত্র সাভারের হেমায়েতপুরের ভাকুর্তা গ্রামের। কয়েক পুরুষ ধরেই গহনা তৈরি করছেন গ্রামের বাসিন্দারা। শুরুতে স্বর্ণের গহনা তৈরি করলেও এখন রুপা, পিতল, তামাসহ বিভিন্ন ধাতুর গহনা তৈরি করছেন কারিগররা। বর্ণিল নকশায় ফুটিয়ে তোলা হয় এক একটি গয়না।

গহনা গ্রামের নেকলেস, সিতাহার, চেইন, কানের দুল, ঝুমকা, হাতের বালা, চুলের ব্যান্ড, ক্লিপ ও আংটি যাচ্ছে রাজধানীর চাঁদনী চক, নিউমার্কেটসহ সব বড় মার্কেট ও শপিংমলে। তবে করোনাকালো ভালো নেই এই কারিগররা। 

গয়না কারিগররা জানান, কাজের অভাবেই আমাদের ভাতের কষ্ট। সরকার থেকে এবং কোন ব্যাংক থেকেও আমাদের কোনও লোন দেয়া হয় না।

এ শিল্পকে বাঁচাতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ীরা। 

ভাকুর্তা তামা পিতল গহনা মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন বলেন, আমাদের এই ব্যবসাটা অনেক পুরনো। এটি ২ থেকে ৩শ’ বছরের আগের ব্যবসা। এই ব্যবসাটি যাতে আমরা টিকিয়ে রাখতে পারি এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।

করোনার প্রথম চার মাস বন্ধ ছিলো গহনা তৈরি। এখন আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভাকুর্তার গহনা ব্যবসায়ীরা।
এএইচ/এসএ/