পাল্টে যাচ্ছে সিলেট বিমানবন্দরের চেহারা (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৭ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার
পাল্টে যাচ্ছে সিলেট এম এ জি ওসমানি বিমানবন্দরের চেহারা। রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন বোর্ডিং ব্রীজ, পার্কিংসহ যুক্ত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা। নিরাপত্তা ব্যবস্থায়ও আসছে আধুনিক প্রযুক্তি। বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢুকলেই ধরা পড়বে স্বয়ংক্রিয়ভাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, কাজগুলো শেষ হলে বিশ্বমানের বিমান বন্দরের রূপ নেবে ওসমানি বিমানবন্দর।
আন্তর্জাতিক বিমানবন্দর হলেও ছিলো না আধুনিকতার ছোঁয়া। এবার রূপ বদলাচ্ছে সিলেট এম এ জি ওসমানি বিমানবন্দরের। ৩ বছরের মধ্যেই বদলাবে চেহারা। গত পহেলা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন টার্মিনালের উদ্বোধন করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বিমানবন্দরটিতে সুযোগ-সুবিধা বাড়লে অন্য এয়ারলাইন্সগুলোও ফ্লাইট পরিচালনায় আগ্রহী হবে।
এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, গত পহেলা অক্টোবর আন্তর্জাতিক টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এই টার্মিনাল ভবনে ছয়টি বর্ডিং ব্রিজ থাকবে। চারটি বর্ডিং ব্রিজ ও ছয়টি এয়ারক্রাপ্ট ওখানে পার্কিং করতে পারবে। আধুনিক সব সিস্টেমগুলো অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়া নতুন একটি অ্যাপ্রোন হবে।
সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালেই নতুন রূপে সাজবে ওসমানি বিমানবন্দর।
বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন, এটা বিশ্বের যে কোন বিমানবন্দরের কাছাকাছি একটা বিমানবন্দরের রূপ ধারণ করবে এবং প্যাসেঞ্জার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। এটি করতে ৩ বছর সময় লাগবে, ২০২৩ সালের প্রথমদিকে শেষ হবে।
কাজ শেষ হলে প্রথম বিমানবন্দর হিসেবে ফাইভ লেভেল সিকিউরিটি সিস্টেমের আওতায় আসবে ওসমানি বিমানবন্দর।
এএইচ/এসএ/