১ ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করলো মোনাকো
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫০ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার
ফেঞ্চ লিগ ওয়ানে সেইন্ট এতিয়েনকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করলো মোনাকো।
১৭ বছর পর শিরোপা জিতে অস্টমবারের মতো ফ্রেঞ্চ লিগ ওয়ানের ট্রফি ঘরে তুললো মোনাকো। স্তাদিও লোউইসে প্রথমার্ধে ১-০ তে লিড নেয় ঘরের মাঠে খেলতে থাকা মোনাকো। ১৯ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আরো বেশ কিছু আক্রমণ চালায় লিওনার্দো জারদিমের শিষ্যরা। তবে, দ্বিতীয় গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয় নির্ধারিত খেলার অতিরিক্ত সময় পর্যন্ত। আর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ভালেরে জার্মেই। এরআগে, সর্বশেষ ২০০০ সালে শিরোপা জিতে ছিলো মোনাকো।